ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইকারোহীর, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর।

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৯ নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে এক ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এল বাইক আরোহীর। রবিবার দূর্ঘটনাটি ঘটে রায়গঞ্জ ব্লকের ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর।পুলিশসুত্রে জানা গিয়েছে, মৃতের নাম বুলেট দেবশর্মা।

তার বাড়ি রায়গঞ্জের বিরাহীনখন্ড এলাকায়। স্থানীয়সুত্রে জানা গিয়েছে, এদিন জাতীয় সড়কের ধারে বাইক নিয়ে দাড়িয়েছিল বুলেট। সেসময় রায়গঞ্জমুখী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরেই বেপরোয়া গাড়ি চলাচলের প্রতিবাদে ও পথ নিরাপত্তার দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়ক জুড়ে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে পৌছায় ঘটনাস্থলে। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জাতীয় সড়ক অবরোধমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশকর্তারা। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।

Next Post

কাগজের কাপে তো চা পান করছেন, কিন্তু জানেন কি এটি কতটা নিরাপদ !

Sun Nov 29 , 2020
নিউজ ডেস্ক , ২৯ নভেম্বর : প্রিয় পানীয় এর কথা উঠলে বেশির ভাগ মানুষেরই পছন্দের প্রথম সারিতে থাকে চা-এর নাম। বাড়িতে হোক বা বাইরে চা পেলে ক্লান্তি যেন নিমেষেই কোথায় পালিয়ে যায়। বাড়ীতে চা পানের ক্ষেত্রে সমস্যা হয় না কারণ বাড়ীতে প্রত্যেকেরই নিজস্ব কাপ থাকে৷ কিন্তু সমস্যা হল বাইরে। বাইরে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম