নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৯ নভেম্বর : রাজ্য মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগ করেছেন তৃণমূলের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী তৃণমূলে আদৌ থাকবেন না অন্য কোন পথে পা বাড়াবেন তা এখনো স্পষ্ট নয়। ফলে রাজনৈতিক অবস্থান নিয়ে চলছে জল্পনা। এই পরিস্থিতিতে রবিবার সকালে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় দেখা গেল দাদার অনুগামী উল্লেখ করা একাধিক পোস্টার।
রায়গঞ্জ ব্লকের বড়ুয়া পঞ্চায়েত ছাড়াও রায়গঞ্জ পুরসভা এলাকার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে এই পোস্টার দেখা দেওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে এই পোস্টার কারা লাগাল তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে এলাকাতে। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারী জানিয়েছেন, তারা এখনো তৃণমূলের অনুগত সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করেই এলাকাতে কাজ চলেছেন৷ করোনা আবহের মধ্যেও সাধারণ মানুষের পাশে থেকে পরিষেবা দিয়েছে চলেছেন তাঁরা। বিজেপিকে পরাস্ত করতে এই উন্নয়ন তুলে ধরে সাধারণ মানুষকে সাথে নিয়ে বিধানসভা ভোটে অবতীর্ণ হব৷ সুতরাং বরুয়া অঞ্চলে বিজেপির প্রধান রয়েছে৷ তাদের একটা অংশ এই ধরনের কাজ করতে পারে। অন্যদিকে দাদার অনুগামী পোস্টার রহস্য নিয়ে বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর বক্তব্য যারা আগামী দিনে বিজেপিতে যোগদান করবে তারাই এই ধরনের পোস্টার লাগাচ্ছে। যারা দাদাকে অনুসরণ করে তারাই একাজ করছে। এখানে বিজেপির কেউ জড়িত নয়। অন্যদিকে আমরা দাদার অনুগামী পোস্টার বিতর্কে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়লেও তিনি এখনও দলের বিধায়ক পদে রয়েছেন। দলের সদস্য পদও ছাড়েন নি।।সুতরাং এনিয়ে অযথা বিতর্কের কিছু নেই।