নিউজ ডেস্ক , ২০ সেপ্টেম্বর : ২১ শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল শিলিগুড়ি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। উত্তরবঙ্গ সফরে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলা প্রশাসনের সাথে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর।
উল্লেখ্য, আগামীকাল ২১ শে সেপ্টেম্বর উত্তরবঙ্গে পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। একাধিক কর্মসূচী সেরে ২৪ শে সেপ্টেম্বর তার কলকাতায় ফেরার কথা ছিল। রবিবার দুপুরে সরকারি সূত্রে জানানো হয়েছে, খারাপ আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে তার উত্তরবঙ্গ সফর। তবে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসবেন ২৮ শে সেপ্টেম্বর। ২৯ এবং ৩০ শে সেপ্টেম্বর কর্মসূচী সেরে ১ লা অক্টোবর ফিরবেন তিনি।
বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের মন্ত্রী এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা। সূত্রের খবর, মূলত করোনা পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি কোথায় অবস্থান করছে, তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। কোন জেলাতে কী কাজ হয়েছে, কোন প্রকল্পে পিছিয়ে রয়েছে তার হিসেব নেবেন তিনি। এর সঙ্গে উত্তরবঙ্গে বেশকিছু প্রকল্পেরও শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি।