নিউজ ডেস্ক , শাশ্বতী চক্রবর্তী : ৩১শে অাগষ্ট মৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (pranab mukhopadhyay )। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে দেশে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ে মৃত্যুতে একদিনের জাতীয় শোক ঘোষণা করল ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ৷
তাঁর মৃত্যুতে বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ওই দিন বাংলাদেশের জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় এদিন শেখ হাসিনা পুরোনো স্মৃতিচারণ করে বলেন, “বাংলাদেশের শ্রেষ্ঠ বন্ধু এবং একজন রাজনীতিক হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রণববাবুর অবদান কোনওদিন ভোলা সম্ভব নয়৷ ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর আমরা যখন ভারতে আশ্রয় নিয়েছিলাম, সেই সময় প্রণব বাবু সবসময় আমাদের পাশে ছিলেন৷ সেই সময় যে কোনও প্রয়োজনে তাঁকে আমরা পাশে পেয়েছি৷ এমন কী আমরা দেশে ফেরার পরেও তিনি আমাদের সাহায্য করেছিলেন ও সাহস জুগিয়েছেন৷ সেই কঠিন সময়ে তিনি আমাদের অভিভাবক এবং পারিবারিক বন্ধু হয়ে উঠেছিলেন৷”
শোকবার্তায় শেখ হাসিনা বলেছেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত যেমন একজন জ্ঞানী এবং দেশপ্রেমী নেতাকে হারালো, সেরকমই বাংলাদেশ হারালো একজন ভালবাসার মানুষকে৷ ভারতের রাজনৈতিক ইতিহাসে প্রণব মুখোপাধ্যায় একজন ঊজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন বলেও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন শেখ হাসিনা৷ এদিন প্রণব মুখোপাধ্যায়ের পরিবারকে গভীর সমবেদনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।