নিউজ ডেস্ক : করোনা সংক্রমনের আবহে এখনই রাজ্যে খুলছে না কোন শিক্ষা প্রতিষ্ঠান। ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। নিষেধাজ্ঞা বলবৎ থাকছে যে কোন ধরনের জমায়েতের উপর।
তবে কনটেনমেন্ট জোনের বাইরে কিছু ক্ষেত্রে নতুন করে ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। জানা গিয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে কনটেনমেন্ট জোনের বাইরে খোলা হয়ে ওপেন থিয়েটার। পাশাপাশি, ৮ সেপ্টেম্বর থেকে রাজ্যে মেট্রো চালু হবে।
এছাড়া আগের ঘোষণা মত রাজ্যে সেপ্টেম্বর মাসের ৭,১১ ও ১২ তারিখ লকডাউন চলবে।
ইতিমধ্যেই আনলক ৪ কার্যকর করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সেখানে সামাজিক, বিনোদন মূলক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে ছাড়পত্র দেওয়া হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে। ১০০ জনকে নিয়ে অনুষ্ঠান করা যাবে। কনটেনমেন্ট জোনের বাইরে ৫০ শতাংশ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে স্কুলে অন লাইন ক্লাস শুরু হতে পারে ২১ শে সেপ্টেম্বর থেকে।
আরও পড়ুন : আজও প্রয়াত রাষ্ট্রপতির ব্যবহৃত জুতোতে প্রনাম করে কাজ শুরু করেন এই ব্যবসায়ী