নিউজ ডেস্ক, শাশ্বতী চক্রবর্তী : সোমবার বিকেলে দিল্লির আর আর সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দেশের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি দফতর ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করল নবান্ন। সোমবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
প্রণব বাবুর পরিবারের তরফে এদিন জানানো হয়েছে, মঙ্গলবারই শেষকৃত্য সম্পন্ন হব তাঁর। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সোমবার স্বরাষ্ট্রসচিব আরও জানান, মঙ্গলবার কোনও কারণবশত যদি প্রণব বাবুর শেষকৃত্য না হয় তবে যে দিন শেষকৃত্য হবে সেদিনও ছুটি ঘোষণা করবে পশ্চিমবঙ্গ সরকার।
মঙ্গলবার রাজ্যে পূর্ণ ছুটি ঘোষণার ফলে পুলিশ দিবসের অনুষ্ঠানও পিছিয়ে দেওয়া হয়েছে। আলাপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৮ই সেপ্টেম্বর রাষ্ট্রীয় শোক শেষ হলে উজ্জাপন করা হবে পুলিশ দিবস দিনটি।