ডালখোলা, ২০ আগস্ট : জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস উপলক্ষে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বালুরবাদ এলাকায়। শুক্রবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডালখোলা শাখার সূর্যাপুর বিজ্ঞান সভার উদ্যোগে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। শিবিরে বিষধর সাপ এবং বিষহীন সাপ সম্পর্কে নাগরিকদের সচেতন করার পাশাপাশি বিষধর সাপে কামড়ানো রোগীকে বাঁচাতে কি কি করণীয় সে বিষয়ে সচেতন করা হয় এলাকাবাসীদের। এদিনের কর্মসূচিতে মিঠু মল্লিক, নবনীতা উপাধ্যায়, ডা পার্থপ্রতিম ভদ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত দুই মাসে সূর্যাপুর-বালুরবাদ এলাকায় বিষাক্ত সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটে। সচেতনতা শিবিরে বিষধর সাপ ও বিষহীন সাপ নিয়ে মঞ্চের উত্তর দিনাজপুর জেলার সদস্য তথা সর্প বিশেষজ্ঞ মিঠু মল্লিক ও জেলার এক পশুপ্রেমী সংগঠনের স্নেককেচার নবনীতা উপাধ্যায় বিস্তর আলোচনা করেন। ডালখোলা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক ডাঃ পার্থপ্রতিম ভদ্র জানিয়েছেন, এই এলাকায় সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে শুধুমাত্র মানুষের অজ্ঞানতার কারণে। আমরা এই এলাকার মানুষজনদের সাথে এর আগেও কথা বলেছি। সাপ নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা দূর করতে এদিন সর্প বিশেষজ্ঞদের নিয়ে এই সচেতনতা শিবির করা হয়। তিনি আরো বলেন ভারতে বিষধর প্রজাতির সাপ খুব কম রয়েছে , কিন্তু মানুষের অজ্ঞানতার জন্য গ্রামাঞ্চলে সাপে কামড়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটে। শিবিরে অংশগ্রহণকারী এলাকাবাসী দিলীপ বিশ্বাস বলেন, গ্রামাঞ্চলে সাপে কামড়ালে রুগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝা বা গুনিনের কাছে নিয়ে যাওয়া হয়, যার কারণে মৃত্যু ঘটে। এদিনের শিবিরের মাধ্যমে বিষধর সাপ এবং বিষহীন সাপ সম্পর্কে নাগরিকদের সচেতন করার পাশাপাশি বিষধর সাপে কামড়ানো রোগীকে বাঁচাতে কি কি করণীয় সে বিষয়ে সচেতন করা হয় এলাকাবাসীদের।