ইটাহার, ২৩ আগস্ট : সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে দিনের শেষে বাড়ি ফিরে গেলেন প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ। ঘটনার জেরে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের কাজে বেনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিলেন ভ্যাকসিন নিতে আসা মানুষেরা। সোমবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের মারনাই উপ স্বাস্থ্যকেন্দ্রে।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের মারনাই উপস্বাস্থ্যকেন্দ্রে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনেশন কর্মসূচি। তবে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন, এমনই অভিযোগে সরব ভ্যাকসিন নিতে আসা মানুষেরা। পাশাপাশি স্বাস্থ্য কর্মীরা দেড়ি করে স্বাস্থ্যকেন্দ্রে আসে এবং পর্যাপ্ত ভ্যাকসিন থাকা সত্ত্বেও কয়েকজনকে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাক্সিনেশন কর্মসূচী বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এমনকি স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দপ্তরের পাশের বাড়িতে গিয়ে বসে থাকে বলেও এদিন অভিযোগ করেন তারা। যার জেরে বহু মানুষ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না নিয়েই বাড়ী ফিরে যেতে বাধ্য হন। যদিও এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।