ইটাহার , ১৯ আগস্ট : উত্তর দিনাজপুরের ইটাহার থানার হাটগাছি এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে বুধবার রাতে মহরম অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে গাড়ির উলটো মৃত্যু হয়েছে এক কিশোরের৷
দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন৷ দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু ১২ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে অতিরিক্ত জখম ২ জনকে মালদা ও শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃত ওই কিশোরের নাম বাদশাহ আলি(১৪)। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন আহতদের দেখতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে আসেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হুসেন। তিনি জানিয়েছেন, হাটগাছি এলাকার একদল যুবক পবিত্র মহরম উৎসব উপলক্ষ্যে লাঠি খেলার জন্য একটি গাড়ি নিয়ে বের হয়েছিল। কিন্তু ৩৪ নং জাতীয় সড়কের ওপর তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তার মধ্যে একজন মারা গেছে। বাকী আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।