নিউজ ডেস্ক : ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ১৩ বছরের শাসন কালে এবারের উপনির্বাচনে প্রথমবার রায়গঞ্জ বিধানসভায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে রায়গঞ্জে ঘাষফুল ফুটিয়েছেন কৃষ্ণ কল্যাণী। শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হল রায়গঞ্জের নব নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে।
রায়গঞ্জের মোহকুঞ্জ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কৃষ্ণ কল্যানী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃনমূল কংগ্রেস চেয়ারম্যান শচীন সিংহ রায়, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি চৈতালি ঘোষ সাহা, জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র সন্দীপ বিশ্বাস, জেলা তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি অরিন্দম সরকার, তৃণমূল নেতা প্রিয়তোষ মুখার্জি সহ অনেকেই। জেলা তৃনমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, রায়গঞ্জে প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতেছে। যার জন্য রায়গঞ্জবাসীকে কৃতজ্ঞতা জানাই। দু বছর সময়সীমার মধ্যে রায়গঞ্জবাসীর প্রত্যাশা মত কাজ করতে হবে। সমস্ত কর্মী ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন বিধানসভা উপনির্বাচনে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভায় জয়ের ধ্বজা উড়ানো চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। রায়গঞ্জের মত কালিয়াগঞ্জ ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আগামী দিনের রায়গঞ্জ পৌরসভার সবকটি ওয়ার্ডেও তৃণমূল জিতবে। মানুষ এখন উন্নয়ন চাইছেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারই সেই উন্নয়নকে ত্বরান্বিত করছে।রায়গঞ্জে তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, রায়গঞ্জের প্রধান সমস্যা যানজট রুখতে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রায়গঞ্জ শহরের মধ্যস্থল থেকে পৌর বাসস্ট্যান্ডকে স্থানান্তরনের জন্য আলোচনা হয়েছে। তিনটি জায়গা পরিদর্শন করা হয়েছে। এতে এক দিকে যানজট মিটবে। অন্যদিকে পৌর বাসস্ট্যান্ডের জায়গায় হকারদের পুনর্বাসন দেওয়া হবে।