নিউজ ডেস্ক : রক্ষণাবেক্ষণের অভাবে বুজে গিয়েছে নিকাশীনালা। ফলে অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে গিয়ে দূর্ভোগের শিকার হচ্ছে যাতায়াতকারীরা। সমস্যা সমাধানে বহুবার দরবার করা হলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভপ্রকাশ উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বাসিন্দারা।
নব নির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানাল জেলা তৃণমূল
নিকাশি বেহাল। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা জলের তলায়। প্রতি বছর বর্ষা নামলেই এটাই ছবি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বাজার এলাকার। মূলত এই রাস্তাটি চলাচলের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার মানুষদের কাছে। কিন্তু নিকাশীর অভাবে সামান্য বৃষ্টিতে জল যাচ্ছে রাস্তায়। আর জমা জল পেরিয়ে বিপদের আশঙ্কা মাথায় নিয়ে পথচারি, রিক্সা, সাইকেল, মোটরবাইক, ট্রেকার ইত্যাদি যানবাহন যাতায়াত করে। এই রাস্তা দিয়ে যেতে হয় হাসপাতাল কিংবা বিভিন্ন সরকারি দফতরে। ফলে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। হাটের দিন এই সমস্যা আরো চরমে ওঠে।জল জমার কারণে ঘটছে দূর্ঘটনাও। বাম আমলে বাজার এলাকায় রাস্তার দুধারে নিকাশীনালা নির্মাণ করা হলেও, রক্ষণাবেক্ষণের অভাবে তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে বৃষ্টি হলে জল জমছে রাস্তায়।এ সমস্যা সমাধানে বহুবার দরবার করা হলেও প্রসাসনের ভ্রুক্ষেপ নেই বলে জানালেন এলাকাবাসী।
একই লাইনে দুটি ট্রেন, ভাইরাল ভিডিও ঘিরে আলোড়ন।দূর্ঘটনা নয়,রেলের স্বাভাবিক নিয়মে এমন ঘটনা দাবি রেলের
এই সমস্যা নিয়ে সরব হয়েছে চাকুলিয়া ব্যবসায়ী সমিতিও। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ নানা কাজে যাতায়াত করে। সরকারি বিভিন্ন দফতরও রয়েছে। তা সত্ত্বেও রাস্তার এই অব্যবস্থা নিয়ে প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চাকুলিয়া ব্যবসায়ী সমিতির সম্পাদক মহাফিজুল ইসলাম।
অন্যদিকে নিকাশী ব্যবস্থার এই বেহাল দশা নিয়ে শাসকদলের ক্ষমতাসীন প্রশাসন কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করেছে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলি ইমরান রমজ। বাম আমলে নির্মিত নিকাশী রক্ষণাবেক্ষণের দায়ভার তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতির। এই রাস্তা দিয়ে শাসকদলের জনপ্রতিনিধিরাও যাতায়াত করেন।
সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সফটওয়্যারে সাইবার হানা
সুতরাং সাধারণ মানুষের স্বার্থে এই সমস্যার আশু সমাধানের দাবী জানিয়েছেন তিনি।
যদিও এবিষয়ে গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম জানিয়েছেন , নিকাশি ব্যবস্থা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা করা হলেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তার ধারে অনেকাংশে জায়গা দখল করে রেখেছে। ফলে এনিয়ে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে। দখল সরাতে প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিকাশি সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।