নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ অক্টোবর : রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের প্রায় দেড় হাজার মানুষকে বস্ত্র বিতরণ করা হল মঙ্গলবার। ১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নয়ন দাস ও শিল্পী দাস এর উদ্যোগে এদিন রায়গঞ্জ সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গনে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন উপস্থিত বিশিষ্টরা।
পাশাপাশি, করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মী, ডাক্তার ও সাফাই কর্মীদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, প্রেসক্লাবের সম্পাদক অলিপ মিত্র রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ অনান্যরা।