আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে কটাক্ষ ভারতীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে কটাক্ষ ভারতীর

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ অক্টোবর : হীরক রানীর আপন দেশে,আইন কানুন সর্বনেশে” -উত্তর বঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য নেত্রী ভারতী ঘোষ। মঙ্গলবার রায়গঞ্জের বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি।

ভারতী দেবী বলেন প্রথমবার মানুষের রায়ে ক্ষমতায় এসেছিলো তৃণমূল। কিন্তু পরবর্তীতে সেই গনতন্ত্রের কণ্ঠস্বরকে উপেক্ষা করছে তৃণমূল। সামনের বিধানসভা নির্বাচনে মানুষের রায়েই পরাস্ত হবে এই সরকার। এদিন ভারতী দেবী আরো বলেন,” ইটাহারের বিজেপি যুব মোর্চার কার্যকর্তা অনুপ রায়কে রায়গঞ্জ থানার লক আপে পুলিশ পিটিয়ে মেরেছে। রাতের অন্ধকারে নিয়মভেঙে আসল ঘটনা আড়াল করতে পোস্ট মর্টেম করা হয়েছে। পুলিশ লক আপে মৃত্যুর ঘটনায় যেভাবে তদন্ত করা উচিত তা এড়িয়ে গিয়েছেন এই জেলার পুলিশ সুপার। এই ঘটনায় আদালত ও মানবাধিকার কমিশনের নিয়ম মেনে চলা হয় নি। যে সমস্ত পুলিশ আইনকে উপেক্ষা করছেন তাদের জেল হাজতেই যেতে হবে” যদিও ভারতী দেবীর এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার। তিনি বলেন এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এটা উত্তরপ্রদেশ নয়,যে দলিত তরুনীর দেহ লোকচক্ষুর আড়ালে পুলিশ জ্বালিয়ে দেয়।

Next Post

করোনার চীনা ভ্যাকসিন ভাল ও নিরাপদ, জানাল ব্রাজিলীয় বিশেষজ্ঞের দল

Tue Oct 20 , 2020
নিউজ ডেস্ক , ২০ অক্টোবর :  চীনের তৈরি করোনা ভ্যাকসিনকে নিরাপদ বলে ঘোষণা দিল ব্রাজিলের একদল গবেষক। সাও পাওলোর সবচেয়ে বিখ্যাত বায়োমেডিক্যাল গবেষণা সংস্থার জানাচ্ছে, ভ্যাকসিনটির দ্বিতীয় দফার ট্রায়ালে সাফল্য পাওয়া গেছে। এরপর তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে। জানা গেছে, প্রায় ১৩ হাজার স্বেচ্ছাসেবকের উপর প্রয়োগ করা হয়েছিল চীনের ভ্যাকসিনটি। […]

আপনার পছন্দের সংবাদ