হেমতাবাদ, ২২ জুন : টাকা জমা না দিলে মিলবে না মিড ডে মিল, এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদে। মঙ্গলবার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ী গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর এলাকার ইসলামপুর হাই মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে।
এদিন সকালে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মিল ডে মিল দেওয়া শুরু হয়। ছাত্র ছাত্রীদের অভিযোগ, ৫০ টাকা না দিলে মিড ডে মিল দেওয়া হবে না বলে জানানো হয় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। এরপর অভিভাবকেরা বিদ্যালয় কর্মীদের আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হেমতাবাদ থানার পুলিশ। জানা যায়, এদিন মিড ডে মিল বিতরণের পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন ডকুমেন্টস আপডেট করার কাজ চলছিল। সেই কাজের বিনিময়ে টাকা চাওয়া হয়। যা নিয়ে সৃষ্টি হয় ধোয়াশার। এরপর পুলিশ এসে সকলকে তাদের টাকা ফেরত দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও খবর পড়ুন: দুটি চোরাই মোটর বাইক সহ ধৃত তিন, তোলা হল আদালতে