নিউজ ডেস্ক : মদ্যপায়ীদের জন্য আসছে সুখবর। করোনার এই সংকটকালীন পরিস্থিতিতে রাজ্যের মদ বিক্রি থেকে রাজস্ব আদায়ে হঠাৎই ব্যাপক টান পড়েছে। সে কারণেই মদের দাম কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। আসন্ন সেপ্টেম্বর মাসের শুরুতেই নতুন শুল্ক কাঠামো তৈরি করতে চলেছে রাজ্য আবগারি দপ্তর। করোনা সংক্রমনের জেরে প্রাথমিক অবস্থায় টানা লকডাউনের সময় সুরাপ্রেমীদের মধ্যে ব্যাপক ‘হতাশা’ তৈরি হয়েছিল। এরপর জুন মাসের শুরু থেকে আনলক পর্বে মদের দোকান খোলার সিদ্ধান্ত নেয় সরকার। সেই সময় থেকে ৩০% শুল্ক বৃদ্ধি করে মদের দাম ধার্য করা হয়। প্রথমাবস্থায় মদের বিক্রি বাড়লেও পরবর্তীতে দেখা যায় দাম বৃদ্ধির কারনে মদ্যপায়ীরা ক্রমশই ‘নেশা’কে কম গুরুত্ব দিয়ে পকেটের দিকে খেয়াল রাখছেন এই সঙ্কটময় পরিস্থিতিতে। আর এতেই চিন্তিত হয়ে পড়েছে আবগারি দপ্তর। সূত্রের খবর অনুযায়ী, সেপ্টেম্বর মাসের প্রথমদিকে মদের দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে ৩০% দাম বৃদ্ধি পুরোটাই কমিয়ে আনা হবে নাকি আংশিক কমানো হবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানা যায়নি। তবে অধিক পরিমানে রাজস্ব আদায়ের তাড়নাতেই রাজ্য সরকার যে মদের দাম কমাতে চলেছে তা একপ্রকার নিশ্চিত।
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
গুগল প্লে স্টোর থেকে বাদ দেওয়া হল Paytm
-
4 years ago
না ফেরার দেশে জনপ্রিয় ডিজাইনার শর্বরী দত্ত
-
1 year ago
বাথরুমে ফোন নিয়ে গেলেই এক মাসের জরিমানা!