নিউজ ডেস্ক : ফুসফুসের ক্যান্সার ধরা পরার পর বর্তমানে সঞ্জয় দত্তর চিকিৎসা চলছে কোকিলাবেন হাসপাতালে। বিভিন্ন টেস্ট রিপোর্টের ভিত্তিতে ফুসফুস ক্যান্সারের ফোর্থ স্টেজে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। আর এরপর থেকেই বলিউডের “খলনায়ক” -এর আরগ্য কামনায় স্যোশাল মিডিয়ায় প্রার্থনার ঝড় উঠেছে। বর্তমানে তার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে। রিপোর্ট আসার পরই তিনি বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, এই চিকিৎসা প্রক্রিয়া দীর্ঘমেয়াদি ও কঠিন। জীবনের এই দুর্গম যাত্রা পেড়িয়ে আসতে ঈশ্বরের কাছে প্রার্থনা করার আর্জি জানিয়েছেন নিজের ভক্তদের কাছে। প্রাথমিক পরীক্ষার পর বেশ কিছুদিন সঞ্জয়কে হাসপাতালে থাকতে হতে পারে। বর্তমানে তার স্ত্রী মান্যতা দত্ত দুবাই থেকে ফেরায় আইসোলেশনে রয়েছেন। টেস্ট করার সময় হাসপাতালে সঞ্জয় দত্তর সাথে ছিলেন প্রিয়া দত্ত। উন্নত চিকিৎসার
জন্য ইউ এস বা মালয়েশিয়ায় পাড়ি দিতে পারেন সঞ্জয় দত্ত বলে জানা গেছে। যদিও সবটা নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর।
সঞ্জয় দত্তের ক্যানসারের খবরে যখন বাকরুদ্ধ সকলে, সেই সময় ভাইরাল হতে শুরু করেছে অভিনেতার নানা ছবি।