
ডালখোলা, ২২জুন : ক্লার্ক পদে কর্মরত দুই কর্মীর বন্ধ থাকা বেতন চালু করার দাবিতে সোমবার ডালখোলা পৌরসভার পুর প্রশাসককে স্মারকলিপি জমা দিলেন পুর কর্মচারী ফেডারেশনের সদস্যরা। লকডাউনের মধ্যে দীর্ঘ ৬ মাস ধরে বেতন না মেলায় অর্থাভাবে দিন কাটছিলো তাদের।
যদিও সমস্ত বিষয় খতিয়ে দেখে খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ডালখোলা পৌরসভার পুর প্রশাসক সুভাষ গোস্বামী। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ডালখোলা পুরসভার ক্লার্ক পদে কর্মরত বিনয় চন্দ্র বর্মন এবং নিশীথ রাহা। অভিযোগ, চলতি বছরের জানুয়ারি মাস থেকে হঠাৎ করেই তাদের বেতন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৬ মাস বেতন বন্ধ থাকায় অর্থাভাবে দিন কাটছে তাদের। সে কারণেই তাদের বেতন চালু করার দাবিতে পুর প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের ইপিএফ চালু, অস্থায়ী কর্মীদের বেতন বৈষম্য দূর করারও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। যদিও সমস্ত বিষয় খতিয়ে দেখে খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ডালখোলা পৌরসভার পুর প্রশাসক সুভাষ গোস্বামী।
আরও খবর পড়ুন : দেশে বাড়ছে ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা
