নিউজ ডেস্ক, ২৫ জুলাই : মীরাবাই চানু এর পর ফের আন্তর্জাতিক স্তরে দেশের মুখ উজ্জ্বল করল ভারতীয় কুস্তিগীর প্রিয়া মালিক। হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনা এনে দিলেন হরিয়ানার প্রিয়া মালিক।
হাঙ্গেরির স্থানীয় সময় অনুযায়ী ২৪ জুলাই বুদাপেস্টে এই প্রতিযোগিতার ৭৩ কেজি বিভাগের ফাইনালে প্রিয়া বেলারুশের সেনিয়া পাতাপোভিচকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন।হরিয়ানার প্রিয়ার সাফল্য এই প্রথম নয়। প্রিয়া ২০১৯ এ পুণেতে খেলো ইন্ডিয়া স্বর্ণ পদক, ২০১৯ এ দিল্লিতে ১৭ স্কুল গেমসে সোনার পদক পান, ২০২০ সোনা পান পটনায় ন্যাশানাল ক্যাডেট চ্যাম্পিয়নশিপে৷ ২০২০ তে তিনি রাষ্ট্রীয় স্কুল গেমসেও সোনা পান৷এই জয়ের পর, হরিয়ানার ক্রীড়ামন্ত্রী ও প্রাক্তন ভারতীয় হকি তারকা সন্দীপ সিং নিজের সোশ্যাল মিডিয়ায় প্রিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “হরিয়ানার মেয়ে রেসলার প্রিয়া মালিককে হাঙ্গেরির বুদাপেস্টে ওয়ার্ল্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপের ৭৩ কেজি বিভাগে স্বর্ণ পদক লাভ করার জন্য অনেক অভিনন্দন।”
অন্যদিকে এদিন প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লিখেছেন, “বিশ্ব ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপের ৭৩ কেজি বিভাগে সোনা জেতার জন্য প্রিয়া মালিককে অনেক অভিনন্দন। তোমার সাফল্য়ে ভীষণ গর্ব অনুভব করছি। আমাদের সমস্ত অ্যাথলিটদের শুভেচ্ছা জানাই। তোমরা এভাবেই আলো ছড়াতে থাকো।”
আরও খবর পড়ুন : মুখ্যমন্তীর নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য। সরব সংগঠন নেতৃত্ব