কানকি, ২৪ জুলাই : উচ্চমাধ্যমিকের আশানুরূপ ফল না হওয়ায় স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল পড়ুয়ারা। এমনকী স্কুলের চেয়ার-টেবিল বার করে রাস্তার মধ্যে ভাঙচুর চালায় উত্তেজিত পড়ুয়ারা।
শনিবার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কানকি শ্রী জৈন বিদ্যা মন্দির হাই স্কুল চত্বরে। পড়ুয়াদের অভিযোগ,
স্কুলের অধিকাংশ পড়ুয়াদের নাম্বার প্রাপ্যর তুলনায় অনেক কম এসেছে। এই নাম্বার প্রদানের ক্ষেত্রে স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। প্রশান্ত সোম নামে এক ছাত্র জানিয়েছেন, তারা যে নম্বর পেয়েছে তাদের মনঃপূত হয়নি। এত কম নম্বরে কিভাবে কলেজে ভর্তি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। অবিলম্বে তাদের এই সমস্যা সমাধানের দাবী তুলেছেন তারা। এই ঘটনায় এদিন স্কুলের সামনে ৩১নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়ক জুড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে কানকি ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এবিষয়ে
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে স্কুলসুত্রে।স্কুলের শিক্ষক তন্ময় যশ জানিয়েছেন, প্রতিবছরই এই স্কুলের পড়ুয়ারা ভালো ফল করে থাকে। কিন্তু এবার তাদের নম্বর অনেক কম এসেছে। যদিও এক্ষেত্রে স্কুলের কোন ভূমিকা নেই। এইনিয়ে কথা বলতে স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস সংসদে কথা বলতে গিয়েছে। উনি এলে আলাপ আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকেউচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবি তুলে স্কুলে তালা মেরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল ছাত্রীরা। শনিবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার বুলবুলচন্ডী এলাকায়মালদা নালাগোলা রাজ্য সড়ক চত্বরে।বুলবুলচন্ডী আর এন রায় গার্লস হাইস্কুলের ১৮৩ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯০ জন ছাত্রী। এই ঘটনায় শুক্রবার মালদা জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় ক্ষুব্ধ পড়ুয়ারা।বিক্ষোভকারী ছাত্রীদের সঙ্গে আলোচনাতেও বসেন জেলা বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক। কিন্তু ক্ষুব্ধ ছাত্রীরা শনিবার স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বুলবুলচন্ডী মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। অবিলম্বে স্কুলের ছাত্রীকে উত্তীর্ণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
আরও খবর পড়ুন : আবাস যোজনা ঘর বরাদ্দ নিয়ে বচসায় বিবাদ তৃণমূল নেতা ও বাম সমর্থকের