হেমতাবাদ, ১৯ জুলাই : সরকারি অনুমতি ছাড়া আধার কার্ড সংশোধন এবং নতুন আধার কার্ড বানিয়ে দেবার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম শিবু চন্দ্র ভৌমিক। তার কাছ থেকে ফিঙ্গার স্ক্যানার, ল্যাপটপ, ওয়েবক্যাম সহ বেশ কিছু ইলেকট্রনিক্স সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সাতদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।জানা গিয়েছে, শিবু চন্দ্র ভৌমিক নামের ওই যুবক হেমতাবাদ ব্লকের তেঁতুলতলা গ্রামে নিজের দোকানে সরকারি অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে আধার কার্ড তৈরী এবং আধার কার্ড সংশোধনের কাজ করছেন। হেমতাবাদ থানার পুলিশ এই অভিযোগ পেয়ে রবিবার সেই দোকানে হানা দিয়ে কার্ড তৈরী করার সময় হাতেনাতে তাকে ধরে ফেলে। পুলিশ তার কাছে প্রয়োজনীয় কাগজ দেখতে চাইলে সে কাগজ দেখাতে পারে নি। বৈধ কাগজ ছাড়াই সরকারি আধারকার্ড তৈরীর অভিযোগে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। এছাড়াও ল্যাপটপ, ফিঙ্গার স্ক্যানার, ওয়েবক্যাম সহ বেশ কিছু ইলেকট্রনিক্স সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। দোকানটিকে সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সরকারি অনুমতি ছাড়াই কিভাবে ওই যুবক এই কাজ করছিলেন তা জানতে তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।