নিউজ ডেস্ক, হরিশ্চন্দ্রপুর, ২৭ সেপ্টেম্বর : ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক কিশোরের। রবিবার মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম রবিউল ইসলাম। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামে।
মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পাঠরত। জানা যায়, তার বাবা মহম্মদ তসলিম পেশায় গাড়িচালক। লকডাউনে কাজ না থাকায় পরিবারে শুরু হয়েছিল অভাব-অনটন।তার তিন ছেলে ও এক মেয়ে। রবিউল ছিল পরিবারের বড়ো ছেলে। সংসারের হাল ফেরাতে পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো দশম শ্রেণীর ছাত্র রবিউল। এদিন এলাকার এক বাইক শোরুমের দুই তলা ভবনের ছাদ ঢালাই এর কাজ করতে যায় সে। ঢালাই চলাকালীন বাঁশের খুঁটি লাগাতে গিয়ে বিদ্যুৎ তারের স্পর্শে ছাদ থেকে ছিটকে নীচে পড়ে সে। এক সঙ্গে থাকা শ্রমিক ছোটন দাস জানান, তেঁতুলবাড়ি এলাকায় এক বাইক শোরুমের দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ভবনের এক তলার পাশ দিয়ে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিল। বাঁশের খুঁটি লাগাতে গিয়ে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ছিটকে পড়ে সে।
তড়িঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।