নিউজ ডেস্ক, চাঁচল, ২৭ সেপ্টেম্বর : দুঃসাহসিক ডাকাতির ঘটনায় শনিবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ালো চাঁচল থানার বাকীপুর-কুশমাই গ্রামে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় এলাকার বাসিন্দা রাজিউল হকের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় একদল ডাকাত। আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহকর্তা সহ বাড়ির লোককে ভয় দেখানো হয়।
সে সময় রাজিউল হকের পিতা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ির লোকেদের আটকে রেখে গাড়ি, নগদ টাকা এবং মূল্যবান অলঙ্কার নিয়ে চম্পট দেয় ডাকাত দল।বাড়ির লোকেদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে তাদের বোমা ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ রাজিউলের বাড়ি থেকে গোলমালের শব্দ ভেসে আসে। শব্দ শুনে তাদের বাড়ির দিকে ছুটে যেতেই দেখি বেশ কিছু জন যুবক মুখে গামছা পেচিয়ে বাইক নিয়ে হাতে আগ্নেয়াস্ত্র ধরে চম্পট দেয়।
যাওয়ার আগে তারা বোমাবাজিও করে। অপরদিকে দুষ্কৃতীদের মারধোরে গুরুতর জখম গৃহকর্তা মনজুর আলমকে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, ডাকাতির ঘটনায় একটি অভিযোগ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।