নিউজ ডেস্ক, হরিশ্চন্দ্রপুর, ২৬ সেপ্টেম্বর : স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুইবোনের। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তেতুলবাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুকন্যার নাম দীপা মহলদার ও প্রিয়া মহলদার।
তারা স্থানীয় প্রাথমিক স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। এদিন দুপুরে এলাকার দেবী সাগর নামে ওই পুকুরে স্নান করতে যায় দুই বোন। টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে পুকুরে জলের গভীরতা ছিল অনেক বেশি। ফলে স্নান করতে নেমে আচমকাই জলে ডুবে যায় তারা।সেই সময় আশেপাশে উপস্থিত লোকেদের চিৎকার শুনে ছুটে আসে তার বাড়ির লোকেরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে। পরিবারসুত্রে জানা গিয়েছে, সচরাচর তারা একা পুকুরে স্নান করতে যেত না। এদিনও বাড়ির সামনে খেলা করছিল।
কাউকে কিছু না জানিয়েই তারা পুকুরে স্নান করতে নামার ফলে ঘটে এই বিপত্তি। অন্যদিকে এলাকার বাসিন্দা শেফালী সাহা বলেন,এর আগেও এই পুকুরের জলে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে।এদিনও এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। অবিলম্বে এই পুকুরটি বন্ধ করে দেওয়ার দাবী জানান তিনি। পাশাপাশি পরিবারের সদস্যরা সজাগ থাকলে এই দূর্ঘটনা এড়ানো যেত বলে অভিমত এলাকার বাসিন্দাদের।