নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ২২ ডিসেম্বর : শুকনো গাছ পরে ক্ষতি হলো দুটি গাড়ির। অল্পের জন্য প্রাণে বাঁচলো গাড়ির চালক ও যাত্রী। মঙ্গলবার এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডালখোলা পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের ডাকবাংলো মাঠে। যদিও ঘটনার পর স্থানীয়দের উদ্যোগে গাড়ির উপর থেকে গাছ সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এলাকায় একটি গাছ দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় ছিলো। মঙ্গলবার শুকনো গাছ পরে ক্ষতি হলো দুটি গাড়ির। অল্পের জন্য প্রাণে বাঁচলো গাড়ির চালক ও যাত্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডালখোলা পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের ডাকবাংলো মাঠে। প্রতক্ষদর্শী জনৈক মাশরুর আলম জানান, ডাকবাংলো মাঠে ছোটো গাড়ির স্ট্যান্ডের পাশে বিহার এলাকার দুটি ছোট গাড়ি দাঁড় করিয়ে গাড়ির চালক সহ আরোহীরা এলাকার পাশে থাকা একটি দোকানে চা খেতে যান। সেই সময় পাশে থাকা একটি শুকনো গাছ হঠাৎই গোড়া থেকে ভেঙে ওই গাড়ি দুটোর উপরে পরে। যার কারণে গাড়ি দুটির কাঁচ ভেঙে যাওয়ার পাশাপাশি গাড়ির যন্ত্রাংশের বেশ ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ গাড়ির মালিক বিহারের সমস্তিপুর এলাকার বাসিন্দা দেবেন কুমার শর্মা জানান, একটি কাজে ডালখোলায় এসেছিলাম। এখানে এসে স্থানীয় ডাকবাংলো মাঠের ফাঁকা জায়গায় আমাদের গাড়িটি দাঁড় করিয়ে পাশের একটি দোকানে চা খেতে যায়, সে সময় হঠাৎ বিকট আওয়াজ শুনতে পাই। দোকানের বাইরে এসে দেখি আমাদের গাড়ির উপর পাশে থাকা একটি শুকনো গাছ পড়ে গেছে। গাছটি গাড়ির উপর পড়ে যাওয়ার কারণে গাড়ির কাঁচ ভেঙে গেছে সাথে গাড়ির ক্ষতিও হয়েছে। গাড়ি থেকে নেমে যাওয়ার কারণে অল্পের জন্য আমি ও আমার সহযাত্রীরা প্রাণে বেঁচে গেলাম। যদিও ঘটনার পর স্থানীয়দের উদ্যোগে গাড়ির উপর থেকে গাছ সরিয়ে দেওয়া হয়েছে।