নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২১ ডিসেম্বর : ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে এক যুবকের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ইটাহারে। উল্লেখ্য, ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের হাসুয়া গ্রামের বাসিন্দা বাবলু ঘোষের ছেলে দিপঙ্কর ঘোষ সংসারের অভাব দূর করতে শ্রমিকের কাজের জন্যে পারি দেয় ভিনরাজ্যে। এক বছর আগে বিয়েও করেছিলো ওই যুবক।
১৭ ই ডিসেম্বর মুম্বাইতে বহুতলের ছাদে রাজমিস্ত্রির কাজ করছিলেন দীপঙ্কর। হঠাৎই বহুতলের থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সোমবার কফিনবন্দী মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তার নিকট-আত্মীয়রা। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুতে কার্যত দিশেহারা অবস্থা মৃত ব্যক্তির বৃদ্ধ বাবা, মা এবং অন্তঃসত্ত্বা বধূর। এব্যাপারে সরকারি সহায়তার আর্জি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সোমবার এলাকার শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। এ বিষয়ে মৃতের এক আত্মীয় জানিয়েছেন, বাবলু ঘোষের ছেলে দীপঙ্কর ঘোষ দরিদ্র পরিবারের সন্তান। সংসারের হাল ধরতে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে পারি দেন দীপঙ্কর। প্রতিদিনের মত বহুতলে কাজ করছিল দীপঙ্কর। কিন্তু আচমকাই ১০ তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ১৭ ই ডিসেম্বর মৃত্যু হয় দীপঙ্করের। সংসারে অভাব থাকায় মৃতদেহ নিয়ে আসতে পারছিলেন না পরিবারের সদস্যরা। তবে যে সংস্থায় দীপঙ্কর কাজ করতেন সেই সংস্থার সহযোগিতায় কফিনবন্দি অবস্থায় মৃতদেহ নিয়ে আসা হয় তাঁর বাড়িতে। সোমবার কফিনবন্দি মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর নিকটাত্মীয়রা। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুতে কার্যত দিশেহারা অবস্থা মৃত ব্যক্তির বৃদ্ধ বাবা-মা এবং অন্তঃসত্ত্বা বধূর। এব্যাপারে সরকারি সহায়তায় আর্জি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সোমবার এলাকার স্থানীয় শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় তার।