নিউজ ডেস্ক , ১৮ নভেম্বর : ২০০৩ এর পর ২০২৩ আবারও বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া।২০০৩ এ যা সম্ভব হয় নি ২০২৩ এ কি তা সম্ভব হবে?২০ বছর পর ঘটবে কি শাপমুক্তি? অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ান কি হতে পারবে ভারত?আশাবাদী ভারতবাসী।আশাবাদী বিশ্ব।
দূরন্ত ফর্মে থাকা ভারত গ্রুপ ম্যাচে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।ফাইনালেও সেই ধারা অব্যাহত রেখে ট্রফি ঘরে তুলবে ভারত।ব্যাটিং বোলিং সবেতেই টেক্কা দিয়ে বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজেয় ভারত।রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উদ্দীপনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে।অপরাজেয় দল হিসাবে এখনও পর্যন্ত বিশ্বকাপ জয় করতে পারে নি কোনও দেশ।ভারত কি পারবে বিশ্বকাপের ইতিহাসে নয়া রেকর্ড স্থাপন করতে।নয়া রেকর্ডের হাতছানি এখন ভারতের সামনে।