নিউজ ডেস্ক , ১০ সেপ্টেম্বর : রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে নির্দিষ্ট সময়ে গোলশুন্য থাকে ম্যাচ। ট্রাইব্রেকারে ২-১ গোলে স্পোর্টস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় অরবিন্দ স্পোর্টিং। ট্রাইব্রেকারে অরবিন্দ স্পোর্টিংয়ের পক্ষে গোল করেন অঙ্কিত তিখাত্রী ও সুব্রত সরকার।
স্পোর্টস ক্লাবের পক্ষে ট্রাইব্রেকারে গোল করেন রাজীব ঠাকুর। ম্যান অফ দ্য ফাইনাল সুমন মন্তল ( অরবিন্দ স্পোর্টিং ক্লাব)। ম্যান অফ দ্য টুর্নামেন্ট অঙ্কিত তিখাত্রী (অরবিন্দ স্পোর্টিং ক্লাব)। সেরা গোলরক্ষক রোহন দর্জি ( ফ্রেন্ডস ফর এভার)। সেরা ডিফেন্ডার সুব্রত সরকার (অরবিন্দ স্পোর্টিং ক্লাব)। সেরা মিডফিল্ডার প্রসেনজিৎ সাহা (অরবিন্দ স্পোর্টিং ক্লাব)। সেরা স্ট্রাইকার সৌগত রায় ( সুদর্শনপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশন)। ফেয়ার প্লে ট্রফি পায় রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা। প্রমিসিং রেফারি পুরস্কার পান মনোতোষ সাহা।