নিউজ ডেস্ক : আগামী ১৯ শে সেপ্টেম্বর শুরূ হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট সুপারলিগ আই-পি-এল। তবে ভারতের মাটিতে নয় সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে হবে আই-পি-এল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস। কিন্তু ম্যাচ শুরুর আগে দুঃসংবাদ চেন্নাই সুপার কিংস শিবিরে। সি এস কে শিবিরে মোট ১৩ জন করোনা পজিটিভ। গত ২১ শে আগষ্ট দুবাই পৌঁছেছিল সুপার কিংস। তারপর কোয়ারেন্টিনে ছিলেন গোটা সি এস কে শিবির। সেসময় তাদের করোনা পরীক্ষা করা হলে শুক্রবার মোট ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। যার ফলে আরো কয়েকদিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। তবে কোন কোন ১৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে তা এখনও ঘোষণা করেনি চেন্নাই শিবির। তবে এক জন ভারতীয় খেলোয়াড় আর বাকিরা সাপোর্ট স্টাফ বলে সূত্র মারফত জানা গিয়েছে। উল্লেখ্য এর আগে দুবাই আসার আগে প্রস্তুতিতে নেমেছিলো সি এস কে শিবির। তারপর ঠিক ছিলো দুবাইয়ে এসে ৬ দিনের কোয়ারেন্টিনে থেকে প্রস্তুতিতে নামবে তারা। কিন্তু এর মাঝে ১৩ জনের করোনা পজিটিভ হওয়ায় চিন্তায় সি এস কে শিবির। করোনা জট কাটিয়ে কবে থেকে প্রস্তুতি শুরূ করবে সি এস কে শিবির তা নিয়ে চিন্তায় খেলোয়াড় থেকে শুরূ করে সমর্থক সকলেই।
Next Post
আশুতোষ কলেজের পর এবারে বজবজ কলেজে স্নাতকের সম্ভাব্য মেধাতালিকায় নাম বলিউড অভিনেত্রী সানি নিওনের
Fri Aug 28 , 2020
আপনার পছন্দের সংবাদ
-
1 year ago
বিশ্বকাপে নয়া রেকর্ডের হাতছানি ভারতের সামনে
-
4 years ago
উরুগুয়েকে হারিয়ে জয় নীল সাদা আর্জেন্টিনার
-
3 years ago
অকাল প্রয়ান প্রাক্তন ক্রিকেটারের
-
4 years ago
নিজের তুতোবোনকে বিয়ে করতে চলেছেন পাক অধিনায়ক
-
4 years ago
ফের করোনার থাবা দিল্লি ক্যাপিটালস এ