নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। খেলার কথা ছিলো আই পি এল ক্রিকেট সুপার লিগে। কিন্তু তড়িঘড়ি দেশে ফেরার সিধান্ত নিয়েছেন রায়না। যা দেখে অবাক হয়েছেন সমর্থকেরা।
এমনিতেই করোনা ভাইরাসে জর্জরিত চেন্নাই শিবির। তার ওপর সি এস কে র প্রতিভাবান অলরাউন্ডারের এভাবে দেশে ফেরা। চেন্নাই শিবির যদিও স্পষ্টভাবে কিছু না বললেও রায়নার দেশে ফেরার বিষয়টি ঘোষণা করে। তবে কী কারণে রায়না দেশে ফিরেছে আই পি এল শুরুর ঠিক প্রাকমুহূর্তে তা স্পষ্ট করেনি সি এস কে শিবির।
সমর্থকদের অনেকেই মনে করছেন রায়নার দেশে ফেরার জন্য তার পারিবারিক বিপর্যয় দায়ী হতে পারে। পাঠানকোটে দুষ্কৃতিদের হামলায় মৃত্যু হয়েছে তার কাকার। সঙ্কটজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার পিসি। এছাড়াও আহত হয়েছে পরিবারের অন্যান্য সদস্যরা। এবিষয়ে দেশে ফিরে কারণ স্পষ্ট করলেন সুরেশ রায়না। রায়না বলেন “সন্তানদের থেকে কোন কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়”। উল্লেখ্য রায়নার ৪ বছর ও ৫ মাসের দুটি সন্তান রয়েছে। সন্তানদের ও স্ত্রীর সুরক্ষার কথা ভেবে দেশে ফিরেছেন রায়না। ইতিমধ্যেই ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার সহ ১৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ হয়েছে। সেকারণেই নিজের সন্তান দের সুরক্ষার কথা ভেবে দেশে ফিরে আসেন রায়না।
দেশে ফিরে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তবে এসবের পরে চিন্তায় রয়েছে সি এস কে শিবির। ১৯ শে সেপ্টেম্বর আই-পি-এল এর প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের। দলের কয়েকজন সদস্যের করোনা হওয়ায় এখনও পর্যন্ত প্রস্তুতিই শুরূ করতে পারেনি চেন্নাই শিবির। অন্যদিকে রায়না দেশে ফিরে আসায় তার জায়গায় কে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে তা ভাবাচ্ছে সি এস কে শিবিরকে।
আরও পড়ুন :সানি লিওনের পর কলেজের মেরিট লিস্টে প্লেব্যাক সিঙ্গার নেহা কক্করের নাম
একেই দলের সর্বকালের সেরা ক্রিকেটারের দেশে প্রত্যাবর্তন অন্যদিকে টিম মেম্বারদের করোনা হানা সবমিলিয়ে আই পি এল শুরুর আগে তীব্র অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে সি এস কে শিবিরের।