নিউজ ডেস্ক : আই পি এল শুরুর আগে সু-খবর দিলেন বিরুষ্কা। এবারে নিজের স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার ছবি পোস্ট করলেন কিং কোহলি। এর পাশাপাশি নিজেদের ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মা নিজেও। দীর্ঘদিনের প্রেম, সেখান থেকে ২০১৭ র ডিসেম্বরে ইতালিতে বিয়ে তারপর রিসেপশন। বিবাহবার্ষিকীর ছুটি কাটাতে যান অস্ট্রেলিয়া। তারপর থেকেই অনেকবার সন্তানসম্ভবা হওয়ার গুজব রটেছিলো। জবাব দিয়েছিলেন অনুষ্কা নিজেই।
আরও পড়ুন :বিরাট অনুষ্কার পরিবারে আসতে চলেছে নতুন অতিথি
এমনকি এক সময় অনুষ্কা বলেছিলেন অন্তঃসত্ত্বার বিষয় কখনও লুকিয়ে রাখার মতো নয়। তা প্রকাশ পাবেই। এবারে সত্যিই নতুন অতিথি আসতে চলেছে তাদের সংসারে। যার ছবি ইতিমধ্যেই পোস্ট করেছেন বিরুষ্কা। যা পোস্ট হওয়ার পর থেকে ভাইরাল নেট দুনিয়ায়।
আরও পড়ুন :১০০ তে অবিস্মরণীয় ভানু বন্দোপাধ্যায়