নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৩ মার্চ : রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিনব বিক্ষোভ রায়গঞ্জের মহারাজা এলাকায়। পেট্রোল-ডিজেলের দাম প্রায় প্রতিদিনই বাড়িয়েই চলছে কেন্দ্রের বিজেপি সরকার৷ গত রবিবার মধ্যরাত থেকে ফের একধাক্কায় ২৫ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম।
এনিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে৷ বুধবার রায়গঞ্জের মহারাজা এলাকায় রাস্তায় উনুন জ্বালিয়ে খিচুড়ি রান্না করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা ৷ সংগঠনের জেলা সহ সভানেত্রী পম্পা সরকার বলেন, গরিব সাধারণ মানুষের কথা না ভেবে গ্যাসের দাম সমানতালে বাড়িয়ে চলছে কেন্দ্রের বিজেপি সরকার। মানুষের অসহায় অবস্থা। অবিলম্বে গ্যাসের দাম কমালে মানুষই তার জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।