নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৩ মার্চ : খাবারের দোকানে ক্রেতাদের পুরী সবজি দেওয়া হচ্ছে মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ বিভিন্ন সরকারি ডকুমেন্টস এর জেরক্স কাগজে। এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে।
বুধবার রায়গঞ্জ বিডিও অফিস সংলগ্ন উত্তর কলেজপাড়ায় এক পুরী সবজির দোকানে গিয়ে দেখা গেল থাক থাক বোঝাই করা রয়েছে হাজার হাজার মানুষের পরিচয় পত্রের জেরক্স, যা খাবারের থালা বা মোরক হিসেবে ব্যবহার করছেন বিক্রেতা। এই বিষয়ে জিজ্ঞেসা করা হলে দোকানদার বাসুদেব সাহা জানান, এইসব কাগজ তিনি ভাঙ্গারি ফেরিওয়ালার কাছ থেকে কিনেছেন। এভাবে সাধারন মানুষের গুরুত্বপূর্ণ তথ্য বা পরিচয়পত্র খাবারের দোকানের ব্যবহারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপির টাউন মন্ডল সভাপতি অভিজিৎ যোশী বলেন, ” রাজ্য সরকার নির্বাচনের আগে দুয়ারে সরকার নামে যে ভাঁওতা দিয়েছে। তা আজ প্রমাণিত। মানুষের ব্যক্তিগত পরিচয় পত্র আজ বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছে। মানুষ রাজ্য সরকারের ওপর ক্ষিপ্ত। যার প্রমাণ ২রা মে ভোট বাক্সের ফলাফলে প্রকাশ পাবে।” অন্যদিকে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা রায়গঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ বলেন, “দুয়ারে সরকার প্রকল্পে এত মানুষ সুবিধা পেয়েছেন তা দেখে বিজেপির এখন গাত্র দাহ হচ্ছে। সাধারন মানুষ দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পেয়ে তৃনমূল কংগ্রেস তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করছেন। আর খাবারের দোকানে পরিচয়পত্রের ব্যাবহারের বিষয়টা বিজেপির চক্রান্ত। বিজেপিই ওই সমস্ত কাগজ জোগার করে তা দোকানে দোকানে বিলি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প কর্মসূচি রূপায়িত হয়েছে। অসংখ্য সাধারন মানুষ স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা নিতে ক্যাম্পে লাইন দাঁড়িয়ে দরখাস্ত জমা দেওয়ার সাথে সাথে প্রমানপত্র হিসেবে নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জন্মের প্রমানপত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রমানপত্রের জেরক্স কাগজ জমা দিয়েছেন সরকারি ওই ক্যাম্পগুলিতে। যা পরবর্তীকালে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা হওয়ার কথা। কিন্তু আশ্চর্যজনকভাবে রায়গঞ্জ বিডিও অফিস সংলগ্ন একটি খাবারের দোকানে পাওয়া গেল সাধারন মানুষের জমা দেওয়া সেইসব প্রমানপত্র বা পরিচয়পত্রের জেরক্স কপি। যার জেরেই ছড়িয়েছে চাঞ্চল্য। যদিও রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মন্ডল এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।