কে হবেন আমেরিকার প্রেসিডেন্ট? প্রহর গুনছে গোটা বিশ্ব

নিউজ ডেস্ক, ০২ নভেম্বর :     আর মাত্র কয়েকঘন্টা। তারপরেই মঙ্গলবার অর্থাৎ ৩ রা নভেম্বর বহু প্রতিক্ষিত আমেরিকার রাষ্ট্রপতি প্নির্বাচন। রিপাবলিকান প্রার্থী তথা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় চার বছরের জন্য থাকবেন নাকি ডেমোক্র্যাট প্রার্থী তথা প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় বসবেন তা নির্ধারিত হয়ে যাবে অবশেষে।

ইতিমধ্যে আগাম ভোটদানের রেকর্ড হয়েছে দেশে। এক শতাব্দী পর এবারই সর্বোচ্চ ভোট প্রদান হতে যাচ্ছে। কিন্তু এর মধ্যেও অনিশ্চয়তা আর শঙ্কা দানা বাঁধছে দেশের আমজনতার মধ্যে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পরাজিত হন তাহলে তিনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথে পা বাড়াবেন বলেই ধারণা সকলের। শেষ পর্যায়ের সমীক্ষায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। সংবাদ সংস্থা সিএনএন জানাচ্ছে, ২৭০ টি ইলেকটোলার ভোট পাওয়ার কাছাকাছি বাইডেন। নির্বাচনে ট্রাম্পকে জিততে হলে অবশ্যই তাকে ফ্লোটিং বা দোদুল্যমান স্টেট গুলোতে জিততে হবে।  কিন্তু বেশিরভাগ ফ্লোটিং স্টেটে এগিয়ে রয়েছেন বাইডেন। টেক্সাসেই ৩৯ টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে যা রাজ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট। বিশেষজ্ঞ জানাচ্ছে, এই রাজ্যে হারলে ট্রাম্পের জয় সম্ভব নয়। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৫৩৮ টি ইলেকটোরাল ভোটের মধ্যে যিনি ২৭০ ভোট পাবেন তিনিই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।  এই ৫৩৮ ভোটের মধ্যে প্রতিনিধি পরিষদের ৪৩৫, সিনেটের ১০০ এবং রাজধানী ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ৩ ভোট। একটি রাজ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি রাজ্যের সব ইলেকটোরাল ভোট জিতবেন।

Next Post

আজ বলিউড বাদশা শাহরুখ খানের ৫৫ তম জন্মদিন, শুভেচ্ছা রইল আর সি টিভির পক্ষ থেকেও

Mon Nov 2 , 2020
নিউজ ডেস্ক, ০২ নভেম্বর :   সোমবার ২ নভেম্বর ৫৫ -তে পড়লেন বলিউড বাদশা শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় সহকর্মী থেকে ভক্তকুল কেউই তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। শাহরুখ শুধু বলিউড বাদশাই নন, এই বাংলার সঙ্গেও একটা বিশেষ সম্পর্ক রয়েছে শাহরুখের। এরাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসডর’ তিনি। ১৯৬৫ সালে ২ নভেম্বর দিল্লির এক মুসলিম পরিবারে […]

আপনার পছন্দের সংবাদ