নিউজ ডেস্ক, ০১ নভেম্বর : চলে গেলেন পৃথিবীতে জেমস বন্ড খ্যাত প্রথম অভিনেতা শন কোনারি।মৃত্যু কালে ৯০ বছর বয়স হয়েছিল স্কটিশ এই অভিনেতার । আগাম সতর্কসংকেত ছাড়াই ঘুমের মধ্যে নিঃশব্দে বিদায় নিলেন জেমস বন্ড।
তার পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘুমের মধ্যেই মারা যান শন । শেষ দিকে মাঝে মধ্যেই সামান্য অসুস্থ হয়েছিলেন কিংবদন্তি অস্কারজয়ী এই অভিনেতা।
আটলান্টিক মহাসাগরে ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি একটি দ্বীপে মারা গেছেন তিনি। ব্রিটিশ সাংবাদিক এবং ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের গড়া চরিত্র জেমস বন্ডের ভূমিকায় সবচেয়ে প্রথম দেখা গিয়েছিল শন কোনারিকেই। ‘ডক্টর নো’, ‘ইউ অনলি লিভ টোয়াইস’, ‘ডায়মন্ডস আর ফরেভার’, ‘নেভার সে নেভার এগেইন’ একের পর এক ছবিতে বন্ডের চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন শন।
জেমস বন্ড সিরিজের মোট সাতটি ছবিতে অভিনয় করেছেন তিনি। অস্কার, দুটি বাফটা, তিনটি গোল্ডেন গ্লোবস জিতেছেন শন। নিজেকে ‘বন্ড, মাই নেম ইজ জেমস বন্ড’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। ১৯৬২ সালে “ডক্টর নো” “ছবির র মধ্য দিয়ে বন্ড-এর পৃথিবীতে পা রাখেন শন কনারি। ফ্রম রাশিয়া উইথ লাভ, গোল্ডফিঙ্গার, থান্ডারবল, ইউ অনলি লিভ টোয়াইস, ডায়মন্ডস আর ফরএভার, নেভার সে নেভার অ্যাগেইন ছবিগুলোতে পরে অভিনয় করেন। ৬২ থেকে ’৮৩ পর্যন্ত একের পর এক সাতটি বন্ড-ফিল্মে দেখা গিয়েছিল শন কনারিকে। সে সময়কার ফ্যানেদের বিচারে সেরা ‘০০৭’ তিনিই।