সেলফ আইসোলেশানে হু প্রধান

নিউজ ডেস্ক , ০২ নভেম্বর :  সেলফ আইসোলেশানে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস। ট্যুইট করে তিনি নিজেই একথা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, “আমি একজন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম।

তবে আমি সুস্থ এবং আমার কোনরকম উপসর্গ নেই। তবুও হু এর সমস্ত বিধি মেনে আমি কিছুদিন সেলফ কোয়ারান্টিনে থাকব। নিয়ম মেনে বাড়ি  থেকেই কাজ করব।” উল্লেখ্য দিনে দিনে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর করোনার সঙ্গে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কী ভাবে এই ভাইরাসকে আটকানো যায়, তা নিয়ে প্রায় প্রতিদিন সতর্কতামূলক নির্দেশ দেয় সংস্থাটি। যার অন্যতম হল কোয়ারান্টিন। গেব্রেয়েসাস নিজে একাধিকবার বলেছেন, সংক্রমণের চেইন ছিন্ন করতে পারলে এই ভাইরাসকে আটকানো সম্ভব। যার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। যে ভাবেই হোক সংক্রমণের চেইনটি ভাঙতে হবে।

Next Post

রাত পোহালেই বিহারে দ্বিতীয় দফার ভোট, অগ্নিপরীক্ষা তেজস্বী সহ হেভিওয়েট প্রার্থীদের

Mon Nov 2 , 2020
নিউজ ডেস্ক , ০২ নভেম্বর :   রাত পোহালেই বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। মোট ৯৪টি আসনের জন্য ভোটযুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন প্রায় ১,৪৬৩ জন প্রার্থী। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ কোটি ৮৫ লাখেরও বেশি ভোটার। নির্বাচন ঘিরে ১৭টি জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নির্বাচন […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম