নিউজ ডেস্ক , ০২ নভেম্বর : সেলফ আইসোলেশানে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস। ট্যুইট করে তিনি নিজেই একথা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, “আমি একজন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম।
তবে আমি সুস্থ এবং আমার কোনরকম উপসর্গ নেই। তবুও হু এর সমস্ত বিধি মেনে আমি কিছুদিন সেলফ কোয়ারান্টিনে থাকব। নিয়ম মেনে বাড়ি থেকেই কাজ করব।” উল্লেখ্য দিনে দিনে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর করোনার সঙ্গে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কী ভাবে এই ভাইরাসকে আটকানো যায়, তা নিয়ে প্রায় প্রতিদিন সতর্কতামূলক নির্দেশ দেয় সংস্থাটি। যার অন্যতম হল কোয়ারান্টিন। গেব্রেয়েসাস নিজে একাধিকবার বলেছেন, সংক্রমণের চেইন ছিন্ন করতে পারলে এই ভাইরাসকে আটকানো সম্ভব। যার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। যে ভাবেই হোক সংক্রমণের চেইনটি ভাঙতে হবে।