নিউজ ডেস্ক, ২৫ অক্টোবর : সরকারি রেশন-সংক্রান্ত পোর্টালে তথ্য না দেওয়ার অভিযোগে নভেম্বর মাসে রেশন সামগ্রী পশ্চিমবঙ্গ সরকারকে বরাদ্দ করবে না কেন্দ্র। এব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা। এনিয়ে স্বাভাবিকভাবেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাতের আবহ তৈরি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, করোনা (Corona virus) সংক্রমণ রোধে দেশ জুড়ে লকডাউন ঘোষণার পরই গরীব মানুষের জন্য রেশন ব্যবস্থায় জোর দেয় দেয় কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা নামে একটি প্রকল্প ঘোষণা করা হয়। ওই প্রকল্পে সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কথা জানানো হয়। পরবর্তীতে পরিস্থিতি বুঝে নভেম্বর মাস পর্যন্ত এই প্রকল্পের রেশন সামগ্রী প্রদানের মেয়াদ বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে কেন্দ্রীয় সরকারের অভিযোগ, অন্ন বিতরণ পোর্টালে পশ্চিমবঙ্গ সরকার কোনও তথ্য দেয়নি। তাই নভেম্বর মাসের রেশন পশ্চিমবঙ্গকে দেওয়া হবে না। এই মর্মে খাদ্যদপ্তরের মুখ্যসচিবকে চিঠিও পাঠানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। সেখানে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালে তথ্য না দেওয়ায় নভেম্বর মাসের রেশন পাবে না রাজ্য। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতের আবহ তৈরি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে যেহেতু করোনা ভাইরাস এখনও বিশ্বজুড়ে দাপট দেখিয়ে চলছে এবং দেশেও ক্রমাগত ভাইরাস প্রবাহমান তাই গরিব মানুষদের ক্ষেত্রে রেশন সামগ্রী বন্টন করাটা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে যাদের জন্য এই প্রকল্প তারা যদি বঞ্চিত হয় তাহলেই প্রকল্পের অর্থ কি এনিয়ে যেমন প্রশ্ন উঠছে ঠিক তেমনি এই সমস্যা মিটিয়ে সমাধানের পথ বের করে অবিলম্বে গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হোক বলে দাবি করেছে বিভিন্ন মহল।