নিউজ ডেস্ক, ২৩ অক্টোবর : উৎসবের মাঝে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ঘিরে তৈরি হয়েছে কালো মেঘ। ইতিমধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষকে সতর্ক বার্তা দিয়েছেন পুজোর দিন গুলিতে আনন্দ উৎসব পালন করার ক্ষেত্রে।
পাশাপাশি উৎসবের দিনগুলিতে এরাজ্যে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় বিভিন্ন কোভিড হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যকর্মী, চিকিৎসক সহ অন্যান্যদের ছুটি বাতিল করা হয়েছে যাতে পরিস্থিতির মোকাবিলা করা যায়। এরই মাঝে অক্সফোর্ডের সম্ভাব্য করোনা (CoronaVirus) টিকা নিয়ে এল সুখবর ভারত বায়োটেক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন (Covaxin) এবার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে। বৃহস্পতিবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (Drugs Controller General of India)। জানা গেছে গত ২ অক্টোবর এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল ভারত বায়োটেক। অবশেষে সেই অনুমতি মিলল ২২ অক্টোবর। এই ভ্যাকসিনটির প্রথম দুই পর্যায়ের ট্রায়ালের ফলাফলে সন্তুষ্ট কেন্দ্র। এখনও পর্যন্ত এই ভ্যাকসিনটি দেওয়ার পর মানবদেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সেকারণেই তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি দিল কেন্দ্রীয় এজেন্সী। জানা গেছে ১৯ টি স্থানে এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে। এই শেষ ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে এই ভ্যাকসিন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলেই নতুন বছরের শুরুতেই মিলতে পারে ভ্যাকসিন।।