নিউজ ডেস্ক, ২৫ অক্টোবর : ভারত চায় ভারত-চিন সীমান্তে উত্তেজনা শেষ হোক। শান্তি বজায় থাকুক ৷ তা ছাড়া আমি নিশ্চিত আমাদের সেনাবাহিনী দেশের এক ইঞ্চি জমিও কাউকে নিতে দেবে না। সেনার বীরত্বের কথা স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে ৷
রবিবার দার্জিলিঙের সুকনায় যুদ্ধ স্মৃতিসৌধে এসে সাংবাদিকদের একথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ উল্লেখ্য লাদাখ সীমান্ত দীর্ঘদিন ধরেই দখলের ছক কষছে লালফৌজ। এনিয়ে গত এপ্রিল মে মাস থেকে টানা উত্তেজনা রয়েছে লাদাখ সীমান্তে। গত জুন মাসে গালওয়ান উপত্যকায় চিন সেনাদের হাতে নৃশংসভাবে নিহত হন ২০ জন সেনা জওয়ান। এরপর থেকেই উত্তেজনার পারদ আরও বেড়েছে লাদাখ সীমান্তে। এই পরিস্থিতি অনুধাবন করে ফ্রান্স থেকে আনা হয় রাফাল যুদ্ধ বিমান। এছাড়াও চিনকে পর্যুদস্ত করতে গত দুই-তিন মাসে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ চালিয়েছে ভারত।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিলেন অবিলম্বে চীন সীমান্তে উত্তেজনা বন্ধ হোক। সেই সঙ্গে ভারত চায় দু’দেশের মধ্যে শান্তি বজায় থাকুক৷ রবিবার দার্জিলিংয়ের শুকনায় যুদ্ধ স্মৃতিসৌধে এসে এ কথা বলেন তিনি। যুদ্ধে শহিদ সেনা জওয়ানদের এদিন শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী।