হরিশ্চন্দ্রপুর, ১৮ জুন : বেহাল রাস্তা সংস্কারের দাবীতে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা।শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রামে।
স্থানীয়সুত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী নসরপুর,ভেলাবাড়ি, গাররা-ভাটোল প্রভৃতি গ্রাম সহ বিহার রাজ্যের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই রাস্তার।কিন্তু তৈরি হওয়ার পর থেকেই গত দশবছরে এই তিন কিমি রাস্তার কোনরুপ সংস্কার হয়নি।২০১৭ সালের বন্যার পর রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে।বর্তমানে রাস্তার হাল এতটাই খারাপ যে,কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে। কোথাও আবার বৃষ্টির জমা জল বইছে রাস্তার উপর দিয়ে।বছরের পর বছর খানাখন্দে ভরা কর্দমাক্ত এই পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন আট থেকে আশি সকলেই। রাস্তার বেহাল দশার কারণে অ্যাম্বুলেন্স কিংবা কোন ছোট গাড়ি ভেতরে যেতে চায় না। রাত বিরেতে রুগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে বিপাকে পড়তে হয় পরিবারের সদস্যদের।রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসন কর্তাদের বহুবার জানানো হলেও কোন পদক্ষেপ গৃহীত হয়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্স না আসায় বুধবার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় সনাতন থোকদার নামে এক ব্যক্তির। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা শুক্রবার রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হয়। দ্রুত এই বেহাল রাস্তা সংস্কারের দাবী জানিয়েছেন গ্রামবাসীরা। রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে।বর্ষার পর রাস্তাটি সংস্কার করার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী।