নিউজ ডেস্ক : শিলান্যাস হয়েছে রাস্তার সংস্কারকার্যের।কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সংস্কারকাজের সুচনা না হওয়ায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভে সামিল হল এলাকাবাসীরা। বৃহস্পতিবার ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শুঁকলগছ এলাকায়।
আরও পড়ুন জলাধার আছে, ট্যাপকল আছে কিন্তু জল নেই
জানা গিয়েছে, শুকলগছ থেকে হাসখারী পর্যন্ত যাওয়ার দেড় কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।অল্প বৃষ্টিতেই গোটা রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের।প্রায়শই ঘটে ছোটখাটো দূর্ঘটনাও।বেহাল এই রাস্তা সংস্কারের জন্য বারবার গ্রাম পঞ্চায়েতে আবেদন করা হলেও সংস্কারকাজের শিলান্যাস করা হয়।কিন্তু শিলান্যাসের প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও কাজ করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ফলে দ্রুত রাস্তা সংস্কারের দাবীতে এদিন আন্দোলনে সামিল হয় এলাকাবাসীরা।দাবীপূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন এলাকাবাসীরা