নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ২১ সেপ্টেম্বর : দূর্নীতিগ্রস্ত ডিলার লতিফুর রহমানকে অবিলম্বে বরখাস্তের দাবিতে সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত খাদ্য ও সরবরাহ দপ্তরে বিক্ষোভ দেখালেন ইটাহারের বালিজল গ্রামের প্রায় তিন শতাধিক গ্রামবাসী।
তাদের অভিযোগ, ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গ্রাহকদের বরাদ্দকৃত সামগ্রী ওজনে কম দেওয়ার পাশাপাশি নিজের ইচ্ছেমতো মালপত্র দেন ওই রেশন ডিলার। তার দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবিতে দফতরে অভিযোগ জানানো হলেও খাদ্য দফতরের পরিদর্শক গ্রামে গেলেও অভিযোগকারী গ্রাহকদের সঙ্গে কথা না বলে ডিলারের বাড়িতে গিয়ে খোশমেজাজে গল্প গুজব করে চলে আসেন। এঘটনায় ডিলারের সঙ্গে পরিদর্শকদের যোগসাজশের অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা৷
এদিন গ্রামবাসী মহ: নুর ইসলাম জানান, ডিলার লতিফুর রহমান গ্রাহকদের সঠিক ওজনে মাল পত্র দিচ্ছেন না। একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয় নি৷ বাধ্য হয়েই ডিলারকে অবিলম্বে বরখাস্ত এবং তার লাইসেন্স বাতিলের দাবিতে গণ ডেপুটেশন দেওয়া হল। এরপরেও যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা৷ এদিন বিক্ষোভ দেখানোর পর এক প্রতিনিধি দল খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক অভিজিৎ ধারাকে স্মারকলিপি দেন। যদিও এব্যাপারে খাদ্য আধিকারিক কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। স্বাভাবিকভাবেই দুর্নীতিগ্রস্ত ওই রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য দফতর কী পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার।