জমা জলে বেহাল পুর বাসস্ট্যান্ড, নাকাল যাত্রীরা

নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ২২ সেপ্টেম্বর :    রায়গঞ্জের পুরসভা বাসস্ট্যান্ডে সামান্য বৃষ্টিতেই যত্রতত্র জল জমে যাচ্ছে। বাসস্ট্যান্ড চত্বরের বাস দাঁড়ানো ও যাত্রীদের আসা যাওয়ার রাস্তায় যত্রতত্র খানাখন্দে ভরে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

শুধু কি তাই? বাস, ট্রেকার, টোটো চালকেরাও ঝুঁকি নিয়ে তাদের বাহন চালাচ্ছেন, এই বুঝি ছোটখাট দুর্ঘটনা ঘটে গেল ! এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সম্পাদক রবীন রাহা বলেন, এ ব্যাপারে আমরা পুরসভা কর্তৃপক্ষকে বিস্তারিত জানিয়েছি। আশা করছি খুব শীঘ্রই বাসস্ট্যান্ডের রাস্তা মেরামতির কাজ শুরু হবে। অন্যদিকে, বাসচালকেরা বলেন, গোটা বাসষ্ট্যান্ড চত্বরে ছোট, বড় গর্ত হয়ে যাওয়ায় গাড়ি নিয়ে চলাচল করাই দুর্বিষহ হয়ে উঠেছে। যখন-তখন ছোট বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

অন্যদিকে, যাত্রীরা বলেন, বাসস্ট্যান্ডের বেহাল দশায় বাস ধরতে আসাই এখন চরম মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে। হাঁটাচলাই করা যাচ্ছে ষ্ট্যান্ড চত্বরে।
যদিও এব্যাপারে রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা আই এন টি টি ইউ সি জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, দু’বছর আগে এই বাসস্ট্যান্ডে মেরামতির কাজ হয়েছিল। কিন্তু এবারের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এই ভরা বর্ষায় মেরামতির কাজ করা সম্ভব হচ্ছে না। কোনো রকমে করলেও তা স্থায়ী হবে না। সেকারনে বর্ষা শেষ হলেই অতি দ্রুততার সাথে এই মেরামতের কাজ সম্পন্ন করা হবে।

Next Post

করোনার ধাক্কায় ব্যাপক ক্ষতির মুখে কুমোরটুলি, মিলছে না বায়না

Tue Sep 22 , 2020
 নিউজ ডেস্ক , ২২ সেপ্টেম্বর :  শরৎ এসে ছুঁয়ে ফেলেছে তুলো মেঘের আকাশকে। হিন্দোলে মেতেছে কাশবন। কিন্তু প্রকৃতির সেই খুশি আসেনি মৃৎ শিল্পীদের মনে। আর তাই বাঙালির সবচাইতে বড় উৎসব দুর্গোৎসবে এবার যে ম্লান হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ শরৎ শুরু হওয়ার বেশ কিছুদিন অতিক্রান্ত হয়ে […]

আপনার পছন্দের সংবাদ