নিজস্ব সংবাদদাতা , কুশমন্ডি , ১৩ নভেম্বর : প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার মন্ডলপাড়া এলাকাতে পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল মৃত প্রেমিক যুগল। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে৷
পরকীয়া সম্পর্কের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল প্রেমিক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার মণ্ডল পাড়া এলাকায়৷ পুলিশ জানিয়েছে মৃতদের নাম সুকুমার হালদার ও রুবিয়া দেবশর্মা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ ৭ বছর ধরে এলাকার যুবক সুকুমার হালদারের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন এলাকার বাসিন্দা তিন সন্তানের মা রুবিয়া দেবশর্মা। পরপুরুষের সঙ্গে স্ত্রীর এই সম্পর্ক মেনে নিতে পারেন নি রুবিয়ার স্বামী রবীন দেবশর্মা। মাঝে মধ্যেই এনিয়ে সংসারে অশান্তি হত৷ স্বাভাবিক কারণেই এই সম্পর্ক যে বাড়ির লোকজন যে মেনে নেবে না তা এক প্রকার বুঝে গিয়েছিল প্রেমিক যুগল। বাধ্য হয়েই শুক্রবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় দু’জনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশ৷ পরে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়। মৃত রুবিয়ার স্বামী রবীন দেবশর্মা বলেন বলেন দীর্ঘ দিন ধরে হালদার পাড়া এলাকার যুবক সুকুমার হালদারের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল স্ত্রীর। তার প্রতিবাদ করাতেই আত্মঘাতী হয়েছে দু’জনে। জানা গেছে রুবিয়া দেবশর্মার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।