নিজস্ব সংবাদদাতা , গঙ্গারামপুর , ১৩ নভেম্বর : কালী পুজোর দুদিন আগে এক কিশোরকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার হাটখোলা এলাকায়৷ পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম টিঙ্কু বর্মন। বাড়ি থেকে কিছুটা দূরে ক্লাব চত্বরে তাকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি করেছেন নিহত কিশোরের পরিবারের সদস্যরা৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
এক কিশোরকে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নয়াবাজারের হাটখোলা এলাকায়৷ পুলিশ জানিয়েছে নিহত ওই কিশোরের নাম টিঙ্কু বর্মন। তার বাড়ি গোপালপুরের আশ্রমপাড়া এলাকায়৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার পাড়ার কালীপুজো নিয়ে দিনভর ব্যস্ত ছিল ওই কিশোর। সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে ক্লাব চত্বরেই তাকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ গুলির আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন পাড়া প্রতিবেশিরা। ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয় ৷খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ৷ পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায় তারা। কী কারণে এই খুনের ঘটনা ঘটল কিংবা খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে এনিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরনো কোনো শত্রুতা বা কালীপুজো নিয়েই কোনো গণ্ডগোল হয়েছিল কি না কারও সাথে তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের পরিবার ও বন্ধুবান্ধবদের। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কারও সাথে কোনো গণ্ডগোল বা শত্রুতা ছিল না টিঙ্কুর৷ এলাকায় ভাল ছেলে হিসেবেই পরিচিত ছিল৷ কিন্তু কি কারণে তাকে খুন হতে হল তা অজানা তাদের৷ তবে উপযুক্ত তদন্তের দাবি তুলেছেন পরিবারের লোকজন ও এলাকাবাসীরা। অন্যদিকে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, এক কিশোরকে গুলি করে রাত সাড়ে ৯ টা নাগাদ খুন করা হয়েছে। এঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।