নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর, ১৬ নভেম্বর : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নয়াবাজারের গোপালপুর এলাকায় টিঙ্কু বর্মন খুনের ঘটনায় এক নাবালক সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ প্রশাসন। জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত বলেন ধৃত নাবালককে জুভেনাইল কোর্টে এবং বাকি ৩ অভিযুক্তকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে। এদিকে এ ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে নয়াবাজার গোপালপুর এলাকায়।
টিংকু বর্মন হত্যাকাণ্ডে চার অভিযুক্তকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসন। রবিবার
তপন থানার পুলিশ দুই অভিযুক্তকে এবং গঙ্গারামপুর থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছে এক নাবালকও। উল্লেখ্য ১২ নভেম্বর রাতে গঙ্গারামপুর থানার নয়াবাজারের গোপালপুর এলাকায় টিঙ্কু বর্মন ওরফে পচাকে গলায় গুলি করে খুন করা হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে খুনের ঘটনায় জড়িত রয়েছে তার নিকট বন্ধুরাই। পুরনো একটি খুনের ঘটনা ধামাচাপা দিতেই খুন করা হয় টিংকু বর্মনকে৷ তপন থানার পুলিশ রবীন রায় ও এক নাবালককে গ্রেপ্তার করে অন্যদিলে গঙ্গারামপুর থানার পুলিশ ভোলা রায় ও তন্ময় রায় নামে দু’জন কে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, গত জুলাই মাসে নয়াবাজারে সহদেব সরকার নামে এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। যার তদন্ত করছে তপন থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ ধৃত দুইজনকে জেরা করে জানতে পারে ওই ঘটনায় নিহত টিঙ্কু বর্মন সহ আরো চারজন জড়িত ছিল। এদিকে টিঙ্কু বর্মন পুলিশের কাছে খুনের ঘটনা ফাঁস করে দিতে পারে বলে সন্দেহ করে অভিযুক্ত চারজন টিঙ্কু বর্মনকে গুলি করে খুন করে। পুলিশ সুপার আরও জানান, ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে, তাকে জুভেনাইল কোর্টে এবং বাকি তিন অভিযুক্তকে আদালতে তোলা হবে।