চাকুলিয়া, ৪ জুলাই : নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার ঘটনাটি ঘটেছে চাকুলিয়ার বেলন গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া ঘাট এলাকায়। জানা গিয়েছে এদিনএলাকার সুধানি নদীতে মাছ ধরতে গিয়ে মৃতদেহটি ভেসে থাকতে দেখে এলাকার বাসিন্দারা।
ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের নদীতে একাধিক সময়ে মৃতদেহ ভেসে আসার ঘটনা ঘটেছে। ফলে করোনা আক্রান্তের মৃতদেহ সন্দেহে আতঙ্ক ছড়ায় নদী তীরবর্তী এলাকাবাসীদের মধ্যে।খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুরে পাঠিয়েছে। যদি কিভাবে মৃতদেহটি সেখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের নাম পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।অন্যদিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় শনিবার রাতে চাঞ্চল্য ছড়ালো চোপড়ার দোলুয়া পেট্রোল পাম্প এলাকায়। এদিন পাম্প সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পথ দূর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
আরও খবর পড়ুন : বৃদ্ধের জমি দখলের অভিযোগ পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে