করণদিঘী, ৪ জুলাই : দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল একজনের। গুরুতর জখম হল আরো এক। রবিবার দূর্ঘটনাটি ঘটে করণদিঘী ব্লকের পিছলা এলাকায় ৩৪ নন্বার জাতীয় সড়কের ওপর।পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত লরি চালকের নাম রাম পাসোয়ান।
সে প্রতিবেশী রাজ্য বিহারের বাসিন্দা। এদিন রায়গঞ্জ অভিমুখী চাল বোঝাই একটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি গ্যাসবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যাস বোঝাই লরির চালকের।গুরুতর আহত লরির খালাসীকে
উদ্ধার করে করণদিঘী গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।নাজের আলি নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এদিন চাল বোঝাই লরিটি দ্রুতগতিতে আসছিলো। সেসময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসের লরিটিকে মুখোমুখি ধাক্কা মারে সেটি। চালক ঘটনাস্থলেই মারা গিয়েছে। গুরুতর জখম হয়েছে লরির খালাসীও। আসলে এই রাস্তায় কোন পুলিশ পোস্ট না থাকাতে দ্রুতগতিতে যায় লরি বা অন্যান্যগাড়িগুলি। ফলে প্রায়শই ঘটে দূর্ঘটনা। খবর পেয়ে করণদীঘি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।দূর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক গাড়ি দুটিকে নিজেদের হেপাজতে নিয়েছে।
আরও খবর পড়ুন : দুষ্কৃতি দৌরাত্ম্য রুখতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ প্রশাসনের