তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর দক্ষিণ দিনাজপুরে

দক্ষিণ দিনাজপুর , ১৭ আগস্ট : দলের শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি সাংগঠনিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবারই ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর করেছে তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ীই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদল আনা হয়েছে।

স্থান পেয়েছে নতুন মুখও। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সব সংগঠনেই রদবদল। গৌতম দাসকে সরিয়ে দলের নতুন জেলা সভাপতি হয়েছেন উজ্জল বসাক। বিপ্লব মিত্রের বদলে নতুন চেয়ারম্যান করা হয়েছে নিখিল সিংহ রায়কে। মিঠু জোয়ারদারকে পদ থেকে অপসারিত করে নতুন তৃণমূলের জেলা মহিলা সভাপতি হয়েছেন প্রদীপ্তা চক্রবর্তী। মজিরুদ্দিন মন্ডলকে সরিয়ে আইএনটিটিইউসির নতুন সভাপতি হয়েছেন রাকেশ শীল। শ্যামল লাহাকে হঠিয়ে বালুরঘাট টাউন তৃণমূলের নতুন সভাপতি করা হয়েছে বিমান দাসকে। অশোক বর্ধনকে সরিয়ে গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি বিপ্লব সেন।

Next Post

জমি বিবাদের জেরে বাড়ীতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা। মৃত্যু বেশকিছু গবাদিপশুর

Tue Aug 17 , 2021
ইটাহার , ১৭ আগস্ট : জমি বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে এক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কাঁপাশিয়া অঞ্চলের বীরনগর বজকা পাড়া গ্রামে। অগ্নিকান্ডের জেরে বাড়িতে থাকা তিনটি গরু সহ একাধিক গবাদিপশু মৃত্যু হয় এবং দুই জন গুরুতর আহত হন। […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম