দক্ষিণ দিনাজপুর , ১৭ আগস্ট : দলের শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি সাংগঠনিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবারই ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর করেছে তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ীই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদল আনা হয়েছে।
স্থান পেয়েছে নতুন মুখও। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সব সংগঠনেই রদবদল। গৌতম দাসকে সরিয়ে দলের নতুন জেলা সভাপতি হয়েছেন উজ্জল বসাক। বিপ্লব মিত্রের বদলে নতুন চেয়ারম্যান করা হয়েছে নিখিল সিংহ রায়কে। মিঠু জোয়ারদারকে পদ থেকে অপসারিত করে নতুন তৃণমূলের জেলা মহিলা সভাপতি হয়েছেন প্রদীপ্তা চক্রবর্তী। মজিরুদ্দিন মন্ডলকে সরিয়ে আইএনটিটিইউসির নতুন সভাপতি হয়েছেন রাকেশ শীল। শ্যামল লাহাকে হঠিয়ে বালুরঘাট টাউন তৃণমূলের নতুন সভাপতি করা হয়েছে বিমান দাসকে। অশোক বর্ধনকে সরিয়ে গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি বিপ্লব সেন।