বালুরঘাট , ১৮ আগস্ট : বিশিষ্ট শিক্ষক হরিপদ সাহাকে সরিয়ে বালুরঘাটের বিশিষ্ট আইনজীবী শেখর দাশগুপ্তকে বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পদে নিয়োগ করল রাজ্য সরকার। বুধবার বালুরঘাট পৌরসভায় গিয়ে শেখর দাশগুপ্ত হরিপদ সাহার কাছ থেকে বালুরঘাট পৌরসভার চেয়ারপার্সনের পদভার গ্রহণ করেন।
এদিন এই দায়িত্ব হস্তান্তরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্যরা। অন্যদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পদে বহাল রাখা হয়েছে শচীন সিংহরায়কে। গত ১৬ ই আগষ্ট কালিয়াগঞ্জ পুরসভার ৫ সদস্যের প্রশাসক মন্ডলীর বোর্ড গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি বসন্ত রায় ও ঈশ্বর রজককে ভাইস চেয়ারপার্সন করা হয়েছে। প্রশাসক মন্ডলীর সদস্য হিসেবে থাকছেন কমল ঘোষ ও রাজীব সাহা। সুষ্ঠ নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্য নগরোন্নয়ন ও পুর দপ্তর থেকে কালিয়াগঞ্জ পুরসভার জন্য জোড়া ভাইস চেয়ারপার্সন নিয়োগের নির্দেশ জারী হয়েছে।