নিউজ ডেস্ক , ১৬ আগস্ট : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেব। সোমবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই সবুজ বিগ্রেডে যোগ দিলেন শিলচরের নেত্রী।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন অসমের এই প্রাক্তন কংগ্রেস নেত্রীকে দলে স্বাগত জানিয়েছেন৷ রবিবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছেড়েছেন সুস্মিতা দেব৷ ইস্তফা পত্রে তিনি লেখেন, “আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে আমার তিন দশকের দীর্ঘ সম্পর্ককে লালন করি। আমি পার্টির সকল নেতা, সদস্য এবং কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমার যাত্রা স্মরণীয় করেছেন। ম্যাডাম, আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাই আপনার নির্দেশনার জন্য এবং তুমি আমাকে যে সুযোগ দিয়েছেন।”দলে যোগ দিয়েই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখাও করেছেন সুস্মিতা। মঙ্গলবার তিনি দিল্লিতে তৃণমূলের হয়ে সাংবাদিক বৈঠকও করবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও অসমে দলের সংগঠন পোক্ত করতে চাইছে তৃণমূল৷ ত্রিপুরার পাশাপাশি অসমের বাঙালিদের মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রয়েছে৷ বাংলার বাইরে অসম-ত্রিপুরায় দলকে ছড়িয়ে দিতে পারলে জাতীয়স্তরের রাজনীতিতে আরও প্রাসঙ্গিক হতে পারবে তৃণমূল৷ সেই লক্ষ্য নিয়েই ত্রিপুরার পাশাপাশি অসমেও দলের সংগঠন সাজাতে তৎপরতা নিয়েছে জোড়াফুল শিবির৷